Rules & Regulation

১। প্রতি বছর জানুয়ারী মাসের প্রথম সপ্তাহে শ্রেণী পাঠদান কার্যক্রম আরম্ভ হবে।

২। প্রত্যেক শিক্ষার্থীকে বিদ্যালয়ের নির্ধারিত পোশাক পরিধান করে বিদ্যালয়ে আসতে হবে।

৩। শ্রেণী কার্যক্রম আরম্ভের ১৫ মিনিটের পূর্বে প্রাত্যহিক সমাবেশ এ অংশ গ্রহণ প্রত্যেক শিক্ষার্থীর জন্য বাধ্যতামূলক।

৪। ৭০% কার্যদিবসে উপস্থিত থাকতে হবে। অন্যথায় পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হবে না এবং পরীক্ষা না দেওয়ার কারণে ফাইন পরিশোধ পূর্বক পরবর্তীতে পুনঃ ভর্তি হতে হবে।

৫। প্রত্যেক পরীক্ষায় অংশগ্রহণ করা বাধ্যতামূলক।

৬। বিদ্যালয়ে উপস্থিতি এবং সহপাঠ ক্রমিক কার্যালীতে অংশগ্রহণ গুরুত্ব সহকারে মূল্যায়ন করা হবে এবং তা চূড়ান্ত ফলাফলের সাথে যোগ করা হবে।

৭। পাঠদান প্রক্রিয়া ও সহপাঠ ক্রমিক কার্যালীর মান উন্নয়নে সম্ভাব্য সকল ব্যবস্থা গ্রহণ করা হবে। এতে শিক্ষানুরাগী অভিভাবক ও শুভানুধ্যায়ী সকলের মতামত গুরুত্ব সহকারে বিবেচনা রাখা হবে।· তবে বিদ্যালয়ের উন্নতিকল্পে সব বিষয়ে স্কুল প্রধানের সিদ্ধামত্মই চূড়ান্ত বলে গণ্য হবে।

8। অনিবার্য কারণে বিদ্যালয়ে অনুপস্থিত থাকলে ডায়রীতে নির্দিষ্ট স্থানে তারিখ ও কারণ উলেস্নখ পূর্বক অভিভাবকের সম্মতি সূচক স্বাক্ষর পরবর্তীদিনে শ্রেণী শিক্ষক/প্রধান শিক্ষক এর নিকট উপস্থাপন করতে হবে।

9। বিদ্যালয়ে উপস্থিত হওয়ার পর বিনা অনুমতিতে বিদ্যালয় ত্যাগ করা চলবে না। আকষ্মিক ছুটির প্রয়োজন শ্রেণী শিক্ষক/দায়িত্ব প্রাপ্ত শিক্ষকের মাধ্যমে প্রধান শিক্ষকের নিকট আবেদন করতে হবে।

১0। পর পর দু’বার বার্ষিক পরীক্ষায় অকৃতকার্য হলে ছাড়পত্র নিয়ে বিদ্যালয় ত্যাগ করতে হবে।

১1। বিদ্যালয় সংশিস্নষ্ট যে কোন সমস্যার ব্যাপারে সরাসরি প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করতে হবে।

১2। এ ছাড়া অন্যান্য বিষয়ে সময় সময় বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেয়া হবে।

১3। তিন পরীক্ষার গড় ফলাফলের উপর ভিত্তি করে চূড়ামত্ম পরীক্ষার ফলাফল প্রদান করা।